- খেলা
- কোভিড নিয়ে ভুল তথ্য, পুলিশের তোপে পিটারসেন
কোভিড নিয়ে ভুল তথ্য, পুলিশের তোপে পিটারসেন

পুলিশকে গালি দিয়ে সমালোচিত পিটারসেন
কোভিড নিয়ে ভুল তথ্য টুইটারে ‘শেয়ার’ করেছিলেন কেভিন পিটারসেন। তাকে সতর্ক করে দিল অস্ট্রেলিয়ার পুলিশ। সত্য না জেনে ওই ঘটনা টুইটারে শেয়ার করার জন্য সমালোচিত হয়েছেন সাবেক ইংরেজ ক্রিকেটার।
ক'দিন আগেই টুইটারে একটি ভিডিও শেয়ার দেন পিটারসেন। ভিডিওটি শেয়ার দিয়ে সেখানে ছাপার অযোগ্য ভাষায় অস্ট্রেলীয় সরকারকে গালি দিয়ে পিটারসেন লেখেন, ‘এই ঘটনা চূড়ান্ত হতাশাজনক’।
এরপর ভিক্টোরিয়া পুলিশ পিটারসেনের টুইটের উত্তর দিয়ে জানায়, এই ঘটনার সঙ্গে কোভিড, টিকাকরণ বা পরীক্ষার কোনও সম্পর্ক নেই। এটি একটি পারিবারিক ঘটনা। সেই কারণেই ঘটনা বিস্তারিতও জানাতে চায়নি তারা। তবে ভুল তথ্য ছড়ানোর কারণে পিটারসেনকে সতর্ক করে দেওয়া হয়েছে।
এর আগেও অস্ট্রেলীয় সরকারের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন পিটারসেন। টিকা এবং লকডাউন নিয়ে একাধিক টুইটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন তিনি।
মন্তব্য করুন