- খেলা
- পেসার খুঁজছে নাইট রাইডার্স
পেসার খুঁজছে নাইট রাইডার্স

ইংরেজ পেসার সাকিব মাহমুদ
ভারতে করোনার প্রভাবে মাঝপথেই বন্ধ হয়ে যায় আইপিএলের আসর। এবার আসরের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই পর্বে খেলতে পারবেন না নাইট রাইডার্সের পেস ভরসা প্যাট কামিন্স। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়াচ্ছেন অভিজ্ঞ অস্ট্রেলীয় পেসার। তার পরিবর্তে নতুন এক জন পেসারের খোঁজ চলছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে।
নাইট রাইডার্স চোখ রাখছে ইংল্যান্ডের সাকিব মাহমুদের উপরে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে হয়েছেন সিরিজসেরা। ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ উইকেট পেয়েছেন সাকিব।
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রীলঙ্কার ওয়াহিন্দু হাসারাঙ্গা। তিনি বলেন, 'আমি খুব খুশি। আইপিএলে প্রথম বার খেলার সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দেব।'
এছাড়া সিঙ্গাপুরের টিম ডেভিডকে পেয়ে খুশি আরসিবির কোচ মাইক হেসন। তিনি বলেন, 'ডেভিডকে পাওয়ায় মাঝের সারির ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। এবি ডিভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলকেও স্বস্তি দেবে ওর উপস্থিতি। ওদের মধ্যে কোনও এক জন একটি ম্যাচ না খেললে ডেভিডকে খেলানো যেতে পারে।'
মন্তব্য করুন