- খেলা
- ম্যাচ ফিক্সিং: কঠিন শাস্তি পেল আরামবাগ
ম্যাচ ফিক্সিং: কঠিন শাস্তি পেল আরামবাগ

প্রথম বিভাগ লিগে নামিয়ে দেওয়া হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো খেলার প্রমাণ মিলেছে। আরামবাগ ক্রীড়া সংঘকে প্রথম বিভাগ লিগে নামিয়ে দেওয়া হয়েছে। এটি কার্যকর হবে আগামী ২ মৌসুমের জন্য।
এই সময়ে প্রথম বিভাগ ফুটবল থেকে পয়েন্ট পেলেও প্রমোশন পাবে না আরামবাগ।
এছাড়া দলটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত অর্থ আগামী ১ মাসের মধ্যে বাফুফের ব্যাংকে জমা করতে হবে।
আজীবন নিষিদ্ধ হয়েছেন আরামবাগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার জাহাঙ্গীর রুশো, সাবেক ফিটনেস ট্রেইনার মাইদুল ইসলাম এবং সাবেক এসিস্ট্যান্ট টিম ম্যানেজার আরিফ হোসেন।
এছাড়া আরামবাগ ক্রীড়া সংঘের ১৬ দেশি-বিদেশি ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিক্সিংয়ে সহযোগিতা করায় আরামবাগের সাবেক খেলোয়াড় আপেল মাহমুদকে ফুটবল সংশ্লিষ্ট সকল কার্যকলাপ হতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
মন্তব্য করুন