- খেলা
- ফিক্সিং কাণ্ড: আপিল করবে আরামবাগ
ফিক্সিং কাণ্ড: আপিল করবে আরামবাগ

আরামবাগ ক্রীড়া সংঘ
২০১৮ সালে স্বাধীনতা কাপের শিরোপা জিতে নতুন দিগন্তের সূচনা করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। এরপর ২০১৯ সালে ক্যাসিনো কাণ্ডে এলোমেলো হয়ে যায় ক্লাবটি। আর্থিক সংকটে পড়া আরামবাগ একসময় প্রিমিয়ার লিগও খেলতে চায়নি। আর্থিক দিক বিবেচনা করে সাবেক সংগঠকরা স্পন্সরদের হাতে তুলে দেন ক্লাবটিকে।
পৃষ্ঠপোষক এনে দিয়ে আরামবাগ ক্লাবের সভাপতির চেয়ারে বসেছিলেন মিনহাজুল ইসলাম মিনহাজ। তার সঙ্গে সেই সময় টিম ম্যানেজার ছিলেন গওহর জাহাঙ্গীর রুশো। এই দু'জনের হাত ধরেই অনলাইন বেটিংয়ে যুক্ত হয় আরামবাগ। গত ফেব্রুয়ারিতে অভিযোগ ওঠার পর এই দুই কর্মকর্তাকে ক্লাব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে যা ক্ষতি তা করে দিয়ে গেছেন তারা।
গতকাল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আরামবাগকে প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নামিয়ে দিয়েছে। অবনমনের পাশাপাশি জড়িত ব্যক্তি ও খেলোয়াড়দের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। বাফুফের এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন আরামবাগ ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, 'আমরা অবশ্যই আপিল করব। আশা করি বাফুফে আমাদের আপিল বিবেচনা করবে। স্পট ফিক্সিং করেছে ব্যক্তি। সেই জন্য সেসব ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে বা হোক। কিন্তু ব্যক্তির জন্য প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করা ঠিক হয় না।'
মন্তব্য করুন