- খেলা
- উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যানইউর কষ্টার্জিত জয়
উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যানইউর কষ্টার্জিত জয়

রোনালদো ওল্ড ট্রাফোর্ডে ফেরার পর এটাই ম্যানইউ'র প্রথম জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় ছিনিয়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ফ্রেড-পগবারা। তবে রেড ডেভিলদের জয়টা এসেছে কঠোর পরিশ্রম আর প্রচুর ঘামের বিনিময়ে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে ফেরার খবর আসার পর এটাই ম্যানইউ'র প্রথম জয়। উলভারহ্যাম্পটনকে হারিয়ে দুর্দান্ত একটি রেকর্ডও গড়লো ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেন ম্যাসন গ্রিনউড। প্রতিপক্ষের মাঠে এটি টানা ২৮ জয় ইউনাইটেডের, যা রেকর্ড।
এরপর আগে ২০০৩ ও ২০০৪ সাল মিলিয়ে প্রতিপক্ষের মাঠে টানা ২৭ ম্যাচে অপরাজিত ছিল আর্সেন ওয়েঙ্গারের অজেয় হয়ে ওঠা আর্সেনাল। রোনালদো যদিও ম্যাচ ভেন্যুতে ছিলেন না, তবে গ্যালারি ঠিকই রোনালদো ধ্বনিতে মুখর ছিল। অনেক দর্শকই নিয়ে এসেছিলেন রোনালদোর কাটআউট।
মন্তব্য করুন