পাঁচ বছর ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি। শেষবার আইপিএলও খেলেছেন তিন বছর আগে। সেই স্টুয়াট বিনি আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন। সোমবারই নিজের অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং ফিগারের অধিকারি বিনিকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের ক্রীড়া মহল।

স্টুয়ার্ট বিনি নাম এলে বাংলাদেশি সমর্থকদের মনে হয়তো একটি ম্যাচের কথাই সবার আগে চলে আসে। ২০১৪ সালে এই বিনি একাই বাংলাদেশকে এক লজ্জার হার উপহার দিয়েছিলেন। সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রানে অলআউট হয়েছিল ভারত। কিন্তু বিনির বোলিং তোপে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় টাইগাররা।

সেদিন মাত্র ৪ রানের খরচায় সর্বোচ্চ ৬টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বিনি। এটিই ওয়ানডেতে তার সর্বোচ্চ বোলিং ফিগার। শুধু তারই নয়, যেকোনো ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং এটি।

বিদায় বেলাতে বিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। দেশের হয়ে ক্রিকেট খেলাটাকে বেশ উপভোগ করেছি। এ জন্য গর্বিত ভারতীয় হিসেবেই আজ বিদায় বলছি।’

তিনি আরও বলেন, ‘আমার ক্রিকেটীয় এই ভ্রমণে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকায় কৃতজ্ঞতা জানাচ্ছি। তাছাড়া কর্ণাটকের সমর্থন না পেলে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরুই হত না। দলটিকে নেতৃত্ব দেওয়া আর শিরোপা জেতা অনেক সম্মানের। দারুণ তৃপ্তি নিয়ে বিদায় নিচ্ছি।’

তিন ফরম্যাট মিলে ভারতের হয়ে মোট ২৩টি ম্যাচ খেলেছেন বিনি। সেখানে ৬ টেস্ট, ১৪ ওয়ানডের সঙ্গে রয়েছে ৩ টি-টোয়েন্টি ম্যাচ। আর তিন ফরম্যাট মিলিয়ে ব্যাট হাতে করেছেন ৪৫৯ রান। আর বল হাতে নিয়েছেন ২৪ উইকেট।