- খেলা
- প্রথম দুই ম্যাচে উইকেটের পেছনে থাকবে সোহান
প্রথম দুই ম্যাচে উইকেটের পেছনে থাকবে সোহান

প্রথম দুই ম্যাচে সোহানে আস্থা ডোমিঙ্গোর
জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে মুশফিকের অনুপস্থিতিতে উইকেটের পেছনে ছিলেন সোহান। দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। এদিকে মুশফিকও দলে ফিরেছেন। সীমিত পরিসরে যিনি নিয়মিতই সামলান উইকেটরক্ষকের দায়িত্ব।
কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে উইকেটরক্ষক ঠিক করতে দোটানায় পড়েছেন কোচ ডোমিঙ্গো। তাই তিনি ঠিক করেছেন, দুই ম্যাচ করে মুশফিক-সোহানকে পরখ করে দেখবেন। পঞ্চম ম্যাচে থাকতে হলে পারফরম্যান্স করেই টিকে থাকতে হবে মুশফিক-সোহানকে।
সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন সোহান। অন্যদিকে পরের দুই ম্যাচে থাকবেন মুশফিক।
সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, সিরিজের উদ্বোধনী ম্যাচে সোহানই থাকবেন উইকেটরক্ষকের ভূমিকায়। এমনকি প্রথম দুই ম্যাচেই সোহানকে দিয়ে কিপিং করানোর পরিকল্পনা দলের।
তিনি বলেন, ‘অবশ্যই, সোহান আবারও কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তার কাঁধে উইকেটকিপিংয়ের দায়িত্ব রাখার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে ২ ম্যাচ করে সুযোগ পেলে হয়ত পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নিতে পারব (উইকেটরক্ষক হিসেবে কে এগিয়ে)। তাই হ্যাঁ, সোহান প্রথম ম্যাচে কিপিং করবে।’
মন্তব্য করুন