তামিম ইকবাল তার শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে। এরপর থেকে বাংলাদেশের খেলা টি-টোয়েন্টি ম্যাচেই খেলেননি তিনি। চোট আর বিশ্রামের কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না তিনি।

এমতাবস্থায় আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। সোমবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে তামিম প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন তিনি জানান, দলের বাইরে থাকা তামিম ইকবাল আপাতত তার ভাবনায় নেই।

বর্তমানে যারা দলে আছেন তাদের নিয়ে প্রশ্ন করলেই বেশি খুশি হতেন জানিয়ে ডমিঙ্গো বলেন, এখন দলে ১৭-১৮ জন খেলোয়াড় আছে। তাদের দিকেই আমার সম্পূর্ণ মনোযোগ। তামিম ফিট হলে সেও আসবে এবং এটা নিয়ে আমি খুব বেশি ভাবিনি।

বিশ্বকাপের আগে জাতীয় দলের আর কোনো ম্যাচও নেই। যদি তিনি ফিটও হন, তাহলে কোনো ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপের মঞ্চে নামতে হবে তামিমকে। প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে নামানো কতটা যুক্তিসঙ্গত হবে, সেটাই মূলত প্রশ্ন।