- খেলা
- বাংলাদেশে এসে করোনা আক্রান্ত তিন আফগান ক্রিকেটার
বাংলাদেশে এসে করোনা আক্রান্ত তিন আফগান ক্রিকেটার

আফগানিস্তান যুব ক্রিকেট দলের সদস্যরা
বাংলাদেশে খেলতে আসা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। এরই মধ্যে তাদের 'আইসোলেট' করে ফেলা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আফগান সফরকারীদের পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ শুরু হবে শুক্রবার।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথম কোনো ক্রীড়া দল হিসেবে দেশটির অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশে আসে গত ৪ সেপ্টেম্বর। সড়কপথে পাকিস্তান ও সেখান থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছে ওইদিনই সিলেটে চলে যায় তারা। শুরু হয় তিন দিনের রুম কোয়ারেন্টাইন।
নিয়মানুযায়ী বাংলাদেশে আসার পর দলটির সব সদস্যের করোনা পরীক্ষায় করা হয়। পরীক্ষায় তিন ক্রিকেটারের নমুনা করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ ও গেম ডেভেলপমেন্ট বিভাগ। এরই মধ্যে রুম কোয়ারেন্টাইন শেষ হয়ে যাওয়ায় বাকিদের অনুশীলনে বাধা নেই।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান যুব ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর এটিই বাংলাদেশ দলের প্রথম দ্বিপক্ষীয় সফর এবং ২০২২ যুব বিশ্বকাপের প্রস্তুতিরও প্রথম চ্যালেঞ্জ।
মন্তব্য করুন