- খেলা
- সেরা দশে সাকিব, ৬৭ ধাপ এগিয়ে মেহেদী
সেরা দশে সাকিব, ৬৭ ধাপ এগিয়ে মেহেদী

সাকিব আল হাসান । ছবি-ফাইল
ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে ফিরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এবার তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন নয় নম্বরে, তার রেটিং ৬২৮ পয়েন্ট।
এই তালিকায় বড় লাফ দিয়েছেন শেখ মেহেদি হাসান। ৬৭ ধাপ এগিয়েছেন এই স্পিনার। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজের অবস্থান অপরিবর্তিত আছে। টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে ৬১৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ।
বাংলাদেশ থেকে ভালো করে যাওয়া দুই অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগার এগিয়েছেন এক ধাপ করে। বর্তমানে ছয় নম্বরে রয়েছেন অ্যাগার, সাতে জাম্পা। এছাড়া শীর্ষ পাঁচজন রয়েছেন অপরিবর্তিত। সবার ওপরে তাবরাইজ শামসির নাম।
এদিকে টেস্ট ক্রিকেটে দলে ফিরেই র্যাংকিংয়ে লাফ দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। ভারতের বিপক্ষে ম্যাচটিতে ৭ উইকেট ও ফিফটি করে দুই ধাপ এগিয়েছেন তিনি, উঠেছেন নয় নম্বরে। টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিবের পঞ্চম অবস্থান অপরিবর্তিত, শীর্ষে জেসন হোল্ডার।
মন্তব্য করুন