ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে প্রায় ৯ বছরের সংসারের ইতি টানলেন মেলবোর্নের অপেশাদার বক্সার আয়েশা মুখার্জী। এক ইনস্টাগ্রাম পোস্টে বিবাহ বিচ্ছেদের খবর নিশ্চিত করেন আয়েশা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দু’জনের পরিচয়। সেই পরিচয় প্রণয়ে গড়াতে সময় লাগেনি।
ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টের শুরুতে আয়েশা লিখেছেন, ‘দ্বিতীয়বারের মতো বিচ্ছেদ ঘটার আগে জানতাম (ডিভোর্স) শব্দটা নোংরা।’
৪৬ বছর বয়সী আয়েশা ইনস্টাগ্রামে সেই পোস্টে আরও লিখেছেন, ‘কিছু শব্দ শক্তিশালী এবং প্রাসঙ্গিক হতে পারে। প্রথমবার বিচ্ছেদের সময় খুব ভীত ছিলাম। মনে হচ্ছিল আমি ব্যর্থ হয়েছি এবং ভুল কিছু করেছি সে সময়। নিজেকে স্বার্থপর মনে হচ্ছিল। এখন ভেবে দেখুন, দ্বিতীয়বার একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলো।’
তিনি লেখেন, ‘দ্বিতীয়বার বিচ্ছেদে আরও বেশি ভয় লেগেছে। প্রথমবারের সব অনুভূতি ফিরে এসেছে। ভয়, ব্যর্থতা, হতাশা এসব আর কি। তবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া শেষে ভেবে দেখলাম আমি ঠিক আছি। নিজেকে আরও বেশি ক্ষমতাবান মনে হচ্ছে।’ 
আয়েশার সঙ্গে ২০১২ সালের ১২ অক্টোবর বিয়ে করেন ধাওয়ান। এটি ছিল আয়েশার দ্বিতীয় বিয়ে। আগের ঘরের দুই মেয়েকেও সঙ্গে রেখেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ধাওয়ান ও আয়েশার দম্পতির ঘরে এসেছে একটি সন্তান, নাম জোরাভার। সূত্র: এনডিটিভি