- খেলা
- ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা নাসুম
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ম্যাচসেরা নাসুম

ম্যাচসেরা নাসুম আহমেদ
ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ থেকেই দুর্দান্ত নাসুম আহমেদ। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখলেন নিউজিল্যান্ডের বিপক্ষেও। কিউইদের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ভাঙলেন অজিদের বিপক্ষে করা নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ডটা।
মিরপুরে আজ প্রথম ওভারেই নাসুমকে নিয়ে আসেন মাহমুদউল্লাহ। প্রথম ওভারেই মেডেনসহ নেন এক উইকেট। নিজের পরের ওভারে আরও এক উইকেট তুলে নেন বাঁহাতি এই স্পিনার, খরচ করেন ৬ রান।
ওই স্পেলের পর দশম ওভারে আবারও নাসুমের হাতে বল তুলে দেন রিয়াদ। এবার উইকেট না পেলেও দেন মাত্র ৪ রান। ১২তম ওভারে এসে তো কিউইদের ব্যাটিং মেরুদণ্ডই ভেঙে দেন নাসুম।
টানা দুই বলে দুই উইকেট শিকার করে সুযোগ তৈরি করেছিলেন হ্যাটট্রিকেরও। যদিও সেই মাইলফলক ছোঁয়া হয়নি। কিন্তু নিজের শেষ ওভারটিতেও দুই উইকেট নিয়ে মেইডেন দেন নাসুম। সবমিলিয়ে তার বোলিং ফিগার ছিলো ৪-২-১০-৪! এমন অবিশ্বাস্য বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে নাসুমের হাতে।
ম্যাচসেরার পুরস্কার হাতে নাসুম বলেন, 'এক ম্যাচ আগে সিরিজ জয় নিশ্চিত করতে পেরে আমরা খুবই খুশি। আমরা অধিনায়ককে কোনো চাপে ফেলতে চাইনি। আমি যতটা সম্ভব কম রান দেওয়ার চেষ্টা করেছি। উইকেটে বল ঘুরছিল, আমার মনোযোগ ছিল এক জায়গায় বল করে যাওয়া। সেটা করতে পেরে ভালো লাগছে।'
মন্তব্য করুন