- খেলা
- মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লীগ শুরু
মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লীগ শুরু

মুজিববর্ষ প্রথম মহিলা দাবা লীগ-২০২১ দাবা ফেডারেশনের হল রুমে শুরু হয়েছে। বুধবার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা প্রধান অতিথি হিসেবে এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত 'মুজিববর্ষ প্রথম দাবা লীগ-২০২১' এ আকিজ সিরামিকস পৃষ্ঠপষোকতা দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক মাস্টার মিসেস রানী হামিদকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। দলগত এই ইভেন্টে বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমোরিয়াল চেস ক্লাব অংশ নিচ্ছে।
রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই লীগে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল প্রদান করা হবে। এ ছাড়া প্রত্যেক বোর্ডে পারমেন্সের ওপর ভিত্তি করে খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেওয়া হবে। লীগে বিভিন্ন দলের পক্ষে বাংলাদেশের দুইজন আন্তর্জাতিক নারী ও পাঁচজন নারী ফিদে মাস্টারসহ দেশের শীর্ষস্থানীয় মহিলা দাবাড়ুরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জীশান মীর্জা বলেন, দাবা খেলা 'গেইম অব ব্রেইন'। এর মাধ্যমে বুদ্ধির সঠিক প্রয়োগ হয়, আত্মবিশ্বাস বাড়ে। দাবা খেলার চর্চা মানসিক হতাশা থেকে দূরে রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম এবং আকিজ সিরামিকসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার আবু জুবায়ের মোহাম্মদ রাসেল। সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দাবা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা আকসির।
মন্তব্য করুন