সাকিব আল হাসান আইপিএল খেলতে যাওয়ার আগে মিডিয়ার এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ১০টি টি২০ ম্যাচের পারফরম্যান্স দিয়ে ব্যাটসম্যানদের সামর্থ্যের মূল্যায়ন করা ঠিক হবে না। জাতীয় দলের এই অগ্রজের কথায় সৌম্য সরকার উজ্জীবিত হতেই পারেন। আবার এ কথার ওপর নির্ভর করে বসে থাকলেও যে ছন্দে ফেরা হবে না, তা ভালো করেই জানেন সৌম্য। বিশ্বকাপে যাওয়ার আগে রানে ফেরার মঞ্চ হিসেবে 'এ' দলের ম্যাচকেই বেছে নিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। চট্টগ্রামে 'এ' দলের হয়ে ৫০ ওভারের একদিনের একটি ম্যাচ খেলবেন তিনি। মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লবও খেলবেন একদিনের ম্যাচ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চান লিটন কুমার দাস, নাঈম শেখরাও ৫০ ওভারের ম্যাচ খেলেন। টি২০ বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়দের ভালো উইকেটে ব্যাটিংয়ের সুযোগ করে দিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ দু'দিন এগিয়ে আনা হয়েছে ২৮ ও ৩০ সেপ্টেম্বর। মুশফিক-সৌম্যর মতো বাকিরাও ভালো উইকেটে খেলার সুযোগ নিলে ভালোই করবেন।

জিম্বাবুয়েতে ব্যাটিং উইকেট পাওয়ায় ভালো খেলেছেন সৌম্য। নাঈম শেখের সঙ্গে বড় জুটি ছিল তার। জিম্বাবুয়ে থেকে ছন্দ নিয়ে এলেও মিরপুরে মোটেও ভালো খেলতে পারেননি ২৮ বছর বয়সী ওপেনার। উইকেট ফোবিয়ায় আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জুটি গড়তে পারেননি সৌম্য ও নাঈম। লিটন ফিরে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে বলতে গেলে খেলাই হয়নি সৌম্যর। লিটন-নাঈম ব্যাটিং ওপেন করেছেন টানা চার ম্যাচে। শেষ ম্যাচে লিটন-সৌম্য জুটি বাঁধেন। এ জুটিও রান পায়নি। রানের ক্ষুধার তাড়না থেকেই মুশফিকের সঙ্গে সৌম্যও যাবেন চট্টগ্রামে।

গতকাল সমকালকে টাইগার ওপেনার 'এ' দলের ম্যাচ খেলার কারণ ব্যাখ্যা করলেন, 'নিউজিল্যান্ড সিরিজে একটি মাত্র ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়া সিরিজটা ভালো যায়নি। বিশ্বকাপ শুরু হতেও বেশ দেরি আছে। তাই 'এ' দলের ৫০ ওভারের ম্যাচ খেলব। চট্টগ্রামের পিচ ভালো থাকে। কিছু সময় উইকেটে কাটাতে পারলে ভালো হবে। চেষ্টা করব জড়তা কাটিয়ে ছন্দে ফিরতে।'

বিদেশের কন্ডিশনে সৌম্যর স্ট্রাইকরেট ভালো- ১৩৭.৬৫। বিশ্বকাপে টাইগারদের ওপেনিং জুটিতে লিটনের সঙ্গে সৌম্যকেও দেখা যেতে পারে। প্রতিযোগিতা করেই একাদশে জায়গা করে নিতে হবে তাকে। বাঁহাতি এ ওপেনার ছন্দে থাকলে দলের জন্যও ভালো। একজন ফেল করলে অন্যজনকে খেলাতে পারবেন কোচ।

নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়েছে ১০ সেপ্টেম্বর। বিশ্বকাপে যাওয়ার আগে লম্বা ছুটি ক্রিকেটারদের। খেলার ভেতরে থাকবেন কেবল সাকিব-মুস্তাফিজ। বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাতে আইপিএল খেলবেন কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসে। স্কোয়াডের বাকিরাও একটি-দুটি ম্যাচ খেলে গেলে জড়তা কেটে যাবে বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, 'সেরা প্র্যাকটিসটা হয় ম্যাচে। একটি ম্যাচ থেকে যে আত্মবিশ্বাস পাওয়া যায়, ১০টি নেট সেশনেও তা হয় না। আমার মনে হয়, 'এ' দলের ম্যাচ আরও অনেকেই খেলবে।'