ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালোভাবেই রাঙাল লিভারপুল। ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় লাভ করে অল রেডসরা।

স্বাগতিকদের হয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও অধিনায়ক জর্ডান হেন্ডারসন এবং অন্য গোলটি আত্মঘাতী। এসি মিলান ডিফেন্ডার ফিকায়ো তোমোরি ভুল করে গোলটি নিজেদের জালেই পাঠিয়ে দেন। লিভারপুলের জালে মিলানের হয়ে গোল করেছেন ব্রাহিম দিয়াজ ও আনতে রেবিচ।

খেলার ৯ মিনিটের মাথায় ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড মোহাম্মদ সালাহর সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি বক্সে দারুণ এক ক্রস করেন। কিন্তু তার ক্রস মিলানের ডিফেন্ডার ফাইকায়ো তমোরির পায়ে গেলে নিজেদের জালেই জড়ায়। এতেই ১-০ ব্যবধানে লিড পেয়ে যায় অল রেডরা। 

আত্মঘাতী গোলে এগিয়ে থাকা লিভারপুলকে প্রথমার্ধের শেষ মুহূর্তে পরপর দুই গোল করে কোণঠাসা করে দেয় এসি মিলান। ৪২তম মিনিটে রেবিচের গোলে সমতায় ফেরে মিলান। ঠিক দুই মিনিট পরেই ব্রাহিম দিয়াজ দলকে এগিয়ে নিয়ে যান। 

বিরতির পর খেলতে নেমে ৫০তম মিনিটে সালাহর গোলে সমতায় ফেরে লিভারপুল। ৬৯তম মিনিটে দলকে আবারো এগিয়ে নিয়ে যান জর্ডান হেন্ডারসন। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।