ফিফা র‌্যাংকিংয়ে ফের আরেক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৮ থেকে নেমেছে ১৮৯ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতো ভারতেরও র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে। ১০৫ থেকে ভারত এখন ১০৭ নম্বরে।

যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আছে ছয় নম্বরে।

অবনমন হয়েছে ফ্রান্স, স্পেনের। ফ্রান্স চার এবং স্পেন আট নম্বরে। এগিয়েছে ইংল্যান্ড (৩), পর্তুগাল (৭) ও ডেনমার্ক (১০)। মালদ্বীপ ১৫৮, নেপাল ১৬৮ ও শ্রীলঙ্কা ২০৫ নম্বরে। ফিফার নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানের নাম আছে ১৯৮ নম্বরে।

কয়েকদিন আগেই কিরগিজস্তানে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামে জামালরা। ফিলিস্তিন ও কিরগিজদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে হারতে হয়। ফলে র‍্যাংকিংয়ে নিচে নামতে হলো বাংলাদেশের।