সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় পর্বে নামছে মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস। রাত ৮টায় তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস-১।

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে গত পাঁচ ম্যাচ ধরেই একাদশে নেই সাকিব। তবে রাজস্থানের এই আইপিএল আসরের সবগুলো ম্যাচেই ছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত পর্ব শুরুর বেলায় তাকে একাদশে দেখাই স্বাভাবিক।

৮ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মোস্তাফিজদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পাঞ্জাবের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান জয়ে ঠিক তাদের উপরে ছয়ে রাজস্থান।

মোস্তাফিজ আইপিএলের বাকি অংশে খেলার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন। সেখানে দুর্দান্ত বোলিং করে দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। 

আইপিএল স্থগিত হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। ২০ রান খরচায় নেন ৩ উইকেট। আমিরাত পর্বে একাদশে থাকলে এ ধারা অব্যাহত রাখবেন বলে সকলের প্রত্যাশা।

ক্রিকইনফোর চোখে রাজস্থানের সম্ভাব্য একাদশ: 

এভিন লুইস, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, রিয়ান পরাগ, শিবম দুবে, ক্রিস মরিস, রাহুল তেওয়াতিয়া, কার্তিক ত্যাগি, মোস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া/ জয়দেব উনাদকট।