বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছে বাংলাদেশ আর্চারি দল। আজ থেকে যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটন শহরে শুরু হচ্ছে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই প্রতিযোগিতায় নামার আগেই করোনা আক্রান্ত হয়েছেন দিয়া সিদ্দিকী। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহসভাপতি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দিয়ার করোনা পজিটিভ হওয়ার ব্যাপারে আনিসুর জানিয়েছেন, 'দিয়া যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই করোনা পজিটিভ হয়েছে। যদিও ওর করোনার কোন উপসর্গ নেই। আজ খেলা শুরুর আগে আরো একবার করোনা পরীক্ষা করা হবে। আমরা আশাবাদী, ও নেগেটিভ হয়ে খেলতে পারবে।'

উল্লেখ্য, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দিয়া ছাড়াও বাংলাদেশের হয়ে খেলবেন রোমান সানা, হাকিম আহমেদ, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায়। শুধু অসীম কুমার দাসই খেলবেন কম্পাউন্ড ইভেন্টে। বাকি সবাই খেলবেন রিকার্ভে।