বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো খেলার অভিযোগে আরামবাগ ক্লাব ও কয়েকজন ফুটবলারদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এরপর এর বিপক্ষে আপিল করেছে আপিল কমিটি। এতে শাস্তি কমেছে আরামবাগ ক্লাব ও ফুটবলারদের। তবে কর্মকর্তাদের শাস্তি আগের মতই আছে।

ফিক্সিংকাণ্ডে আরামবাগ ক্রীড়া সংঘকে প্রথম বিভাগ লিগে নামিয়ে দেওয়া হয়েছিল। এই সময়ে প্রথম বিভাগ ফুটবল থেকে পয়েন্ট পেলেও প্রমোশন পাবে না আরামবাগ। তবে ক্লাবটির আবেদনের প্রেক্ষিতে জরিমানা ৫ লাখ টাকা বহাল রেখে ওপরের বিভাগে প্রমোশনের সুযোগ বহাল করা হয়েছে।

অন্যদিকে ক্লাবটির কয়েকজন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এখন সব ফুটবলারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।