- খেলা
- ইউনাইটেডকে জেতাতে পারলেন না রোনালদো
ইউনাইটেডকে জেতাতে পারলেন না রোনালদো

ঘরোয়া লিগে ফিরে হতাশ হতে হলো ম্যানইউকে
চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পর ঘরোয়া লিগে ফিরে হতাশ হতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে এগিয়ে থাকার পরও ওলে গুনার সুলশার শিষ্যদের ১-১ গোলে রুখে দিল এভারটন।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধ্বের শেষের দিকে অ্যান্থোনিও মার্শিয়াল দলকে এগিয়ে নিলেও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ্বের ১৫ মিনিটের মাথায় সফরকারীদের সমতায় ফেরান অ্যান্ড্রোস টাউনসেন্ড। ৫৯ মিনিটে কাভানির বদলি হিসেবে নেমেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন রোনালদো।
ম্যাচের ৪৩তম মিনিটে দলকে লিড এনে দেন অ্যান্থোনিও মার্শিয়াল। ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় এভারটনের জালে লক্ষ্যভেদ করেন মার্শিয়াল। বিরতি থেকে ফেরার ২০ মিনিটের সময় সমতা আনে এভারটন। ডোউকুরের সহায়তায় দারুণ গোলে ওল্ড ট্র্যাফোর্ডকে নিস্তব্ধ করে দেন আন্দ্রোস টাউন্ডসেন্ড।
প্রথমার্ধে মাঠে ছিলেন না রোনালদো। বিরতির পর ৫৭ মিনিটের সময় কাভানিকে তুলে রোনালদোকে নামান ম্যানইউ কোচ। কিন্তু এদিন ত্রাতা হতে পারেননি পর্তুগিজ সুপারস্টার।
৭ ম্যাচে ৪ জয় ১ হার আর ২ ড্রয়ে ১৪ পয়েন্ট রেডদের। একধাপ নিচে একই পয়েন্ট নিয়ে চারে এভারটন। টেবিলের শীর্ষে ১৬ পয়েন্ট নিয়ে চেলসি ও দুইয়ে ১৪ পয়েন্ট নিয়ে ইংলিশ ক্লাব লিভারপুল।
মন্তব্য করুন