- খেলা
- এস্পানিওলের মাঠে ধরাশায়ী মাদ্রিদ
এস্পানিওলের মাঠে ধরাশায়ী মাদ্রিদ

এই নিয়ে লা লিগায় টানা দুই ম্যাচ জয়হীন রিয়াল
দিনকয়েক আগেই চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের শিকার হয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল হারে নবাগত শেরিফ তিরাসপলের কাছে। সেই হারের ধাক্কা সামলে উঠতে না উঠতে স্প্যানিশ লা লিগায় ফিরে আবার হারল দলটি। রোববার রিয়ালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এস্পানিওল। লিগে অষ্টম ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়।
ম্যাচের ১৭ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে এস্পানিওলকে এগিয়ে দেন রাউল ডে থমাস। রিয়ালেরই সাবেক খেলোয়াড় তিনি। এরপর প্রথমার্ধে রিয়াল কিংবা এস্পানিওল কেউই আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে এস্পানিওল স্কোরলাইন ২-০ করে। বক্সে ঢুকে ভিদাল গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন। এর তিন মিনিট পরই এস্পানিওল তৃতীয় গোলের দেখা পেতে পারতো। সতীর্থের ক্রসে দার্দের বক্সে ঢুকে লক্ষ্যে শট নিতে পারেননি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল গোলের দেখা পায় ৬৭তম মিনিটে। তবে বেনজেমার করা দুর্দান্ত গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
তবে চার মিনিট পরে লুকা জোভিচের কাছ থেকে বল পেয়ে ড্রিবল করে ডি বক্সের ভেতর ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে রিয়ালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন করিম বেনজেমা। এটি চলতি মৌসুমে লা লিগায় বেনজেমার ৯ম গোল।
ম্যাচের ৮৩তম মিনিটে সমতাসূচক গোলটিও করে ফেলেছিল রিয়াল। তবে হ্যাজার্ডের শট জালে জড়ানোর আগে আসা পাসটি অফসাইড পজিশন থেকে দিয়েছিলেন করিম বেনজেমা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এস্পানিওল ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
লা লিগায় প্রথম ৮ ম্যাচে ৫টি জয়, দুটি ড্র আর এক হারে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে বার্সেলোনা। আর রিয়ালকে হারানো এস্পানিওল ৮ ম্যাচে দুই জয় আর তিনটি করে ড্র ও হারে ৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে।
মন্তব্য করুন