- খেলা
- সরি ফর বার্সা
সরি ফর বার্সা

সাবেক ক্লাব বার্সার বিপক্ষে গোলের পর হাত জোড় করে এভাবেই ক্ষমা চান লুইস সুয়ারেজ- টুইটার
ন্যু ক্যাম্পের মায়া এখনও ছাড়তে পারেননি লুইস সুয়ারেজ। গোলের পর সেভাবে করেননি উদযাপন, উল্টো চেয়েছেন ক্ষমা। তবে এক সময়কার প্রিয় ক্লাবের প্রতি এমন সম্মান সুয়ারেজ দেখালেও মনে ঠিকই ছিল প্রতিশোধের আগুন। যে আগুনে পুড়ে ছাই হলো বার্সা! নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে বসার সুযোগ হয়নি কোচ রোনাল্ড কোম্যানের। ভিআইপি গ্যালারি থেকে বসে সহকারীকে দেন পরামর্শ। কিন্তু পুরোনো শিষ্য সুয়ারেজের গোল তার বুকেই প্রথম তীরের মতো বিঁধেছিল। শেষ পর্যন্ত ম্যাচও অ্যতলেটিকো জিতে নেয় ২-০ গোলে।
যেতে চাননি বার্সা ছেড়ে; কিন্তু কোচ হয়ে আসার পর কোম্যান সুয়ারেজকে রাখেন তার পরিকল্পনার বাইরে। যা নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত চোখের জলেই বার্সা ছাড়েন সুয়ারেজ। যাওয়ার বেলায় যা বলে গেছেন সেটি যেন অক্ষরে অক্ষরে পালন করছেন উরুগুয়ে তারকা। গত মৌসুমে অ্যাতলেটিকোকে জেতাতে রেখেছেন দারুণ অবদান। করেন ৪৮ ম্যাচে ২৬ গোল। ওয়ান্ডা মেট্রোপলিটানোর ক্লাবও হয় চ্যাম্পিয়ন। এবারও স্বরূপে আছে তারা। যেখানে বার্সা নিজেদের হারিয়ে খুঁজছে পথ।
শনিবার রাতে অ্যাতলেটিকোর মুখোমুখি হওয়ার আগেই কোচ নিয়ে বোমা ফাটান বার্সা প্রেসিডেন্ট লাপোর্তে। তিনি জানিয়ে দেন, ফলাফল যা-ই হোক কোম্যানই থাকছেন কোচের চেয়ারে। তাতেও কি নির্ভার হতে পেরেছেন কোম্যান। অবশ্য অ্যাতলেটিকো ম্যাচের পর কোম্যান সেই একই গান গাইলেন। এই বার্সার ছন্দে ফিরতে আরও সময় লাগবে। রাতারাতি কোনোকিছুই পাল্টাবে না, 'সমাধান আছে (যেসব হচ্ছে, এসবের)। তবে রাতারাতি সম্ভব নয়। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তরুণদের সুযোগ দিতে হবে। চোট পাওয়া ফরোয়ার্ডদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকতে হবে।'
শুরুটা করেন লেমার। ম্যাচের ২৩তম মিনিটেই তার গোলে লিড নেয় অ্যাতলেটিকো। তখনও টের পায়নি বার্সা; ভেবেছিল হয়তো একটা গোল শোধ করা কঠিন হবে না। কিন্তু সুয়ারেজই হলেন বড় কাঁটা। বিরতিতে যাওয়ার আগে বার্সার জাল কাঁপান তিনি। এরপর সতীর্থদের সঙ্গে কিছুটা উচ্ছ্বাস করে কানে হাত দিয়ে কাউকে যেন টেলিফোনে কিছু একটা বললেন। এরপর হাতজোড় করে ক্ষমা। যা নিয়ে ম্যাচের পর হচ্ছে সমালোচনা। অনেকেই ধরে নেয়, সুয়ারেজ কোম্যানকেই ফোন দিয়ে কিছু একটা বলতে চেয়েছেন। কিন্তু সুয়ারেজ বললেন অন্য কথা, 'এ ভঙ্গি কোম্যানের উদ্দেশ্যে নয়। এটা তাদের জন্য করেছি যারা জানে যে, আমার সেই নম্বরই আছে এবং আমি পুরোনো সে ফোনই ব্যবহার করছি।'
মন্তব্য করুন