- খেলা
- বাংলাদেশের বিপক্ষে নেই ভারতের সেরা দুই খেলোয়াড়
বাংলাদেশের বিপক্ষে নেই ভারতের সেরা দুই খেলোয়াড়

ভারতীয় ডিফেন্সের সবচেয়ে নির্ভরযোগ্য সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান
সাফ চ্যাম্পিয়নশিপে সাত বারের চ্যাম্পিয়ন ভারত। এবারও খেতাবের অন্যতম দাবিদার সুনীল ছেত্রীরা। বাংলাদেশ এক ম্যাচ খেলে ফেললেও ভারতের সাফ মিশন শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে আজ বাংলাদেশের বিপক্ষে নামছে সুনীল ছেত্রীরা। আজ মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই ম্যাচের আগে অতীত পরিসংখ্যানে উন্নতি ঘটানোয় মনোযোগী বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন নতুন কোচ অস্কার ব্রুজোন। হেড টু হেড রেকর্ডে ব্লু টাইগারদের চেয়ে পিছিয়ে রয়েছে লাল সবুজরা। দুই জয় ও ১২ ড্রয়ের বিপরীতে ভারতীয়দের কাছে ১৬ ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ।
তবে বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর হচ্ছে, আজ ভারত মাঠে নামছে তাদের সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই। একজন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান আরেকজন উইঙ্গার আশিক কুরিয়ানি। ভারতীয় ডিফেন্সের সবচেয়ে নির্ভরযোগ্য সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান ক্রোয়েশিয়ায় খেলতে গিয়ে চোট কাটিয়ে উঠতে পারেননি। তিনি এই টুর্নামেন্টে নেই। চোটের কারণে দলের বাইরে আছে ঘণ্টায় প্রায় ৩২ কিলোমিটার গতিতে দৌড়াতে উইঙ্গার আশিক কুরিয়ানি।
জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে এই দুই ফুটবলার। নিশ্চিত ড্রয়ের ম্যাচটিতে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ছেত্রীকে দিয়ে প্রথম গোলটি করিয়েছিলেন কুরিয়ানি। অন্যদিকে দীর্ঘদেহী সেন্টারব্যাক সন্দেশ ঝিঙ্গানের গড়া রক্ষণদেয়াল পেরোতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। গত বছর ভারতের বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতেন ঝিঙ্গান। জিতেছেন অর্জুন অ্যাওয়ার্ডও।
ভারতের ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ক্রোয়েশিয়ার প্রথম বিভাগের ক্লাব এইচএনকে সিবিনেকে নাম লিখিয়েছেন তিনি। যে কারণে এবার সাফে নেই ঝিঙ্গান।
ভারত তাদের সেরা দুই খেলোয়াড়কে না পেলেও বাংলাদেশ দল পাচ্ছে সাদ উদ্দিনকে। চোটের কারণে দোহায় অনুষ্ঠিত ম্যাচে ছিলেন না কলকাতায় ভারতের বিপক্ষে প্রথম পর্বে গোল করা সাদ।
মন্তব্য করুন