- খেলা
- নেপালি লিগে ব্যাটিংয়ে ঝড় তুললেন তামিম
নেপালি লিগে ব্যাটিংয়ে ঝড় তুললেন তামিম

অল্পের জন্য ফিফটির দেখা পাননি তামিম
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে তৃতীয় ম্যাচে এসে রানের দেখা পেয়েছেন তামিম, অল্পের জন্য পাননি ফিফটির দেখা। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ও প্রদীপ আইরে উদ্বোধনী জুটিতে গড়েছেন শতরানের পার্টনারশিপ।
এই উদ্বোধনী জুটির ঝড় থামে তামিমের বিদায়ে। ১০৬ রানের এই পার্টনারশিপে তামিম করেন ৩০ বলে ৪০ রান। যেখানে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার।
১৬৫ রানের লক্ষ্যে তামিম ও আইরের ঝড়ো শুরুর উপর ভর করে ১৩ বল হাতে রেখেই জয় পেয়ে যায় ভাইরাহাওয়া।
এই জয়ের ফলে ৪ ম্যাচে দুই জয় ও দুই ড্র নিয়ে পয়েন্টস তালিকায় দুই নম্বরে উঠেছে তামিমের দল। ভাইরাহাওয়ার পরবর্তী ম্যাচ কাঠমান্ডু ইলেভেনের বিপক্ষে আগামীকাল মঙ্গলবার।
মন্তব্য করুন