- খেলা
- ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের
ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের

ফাইল ছবি
অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে। পিঠের চোটের কারণে তিনি আর খেলতে পারছেন না। ইংল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য এটা বড় ধাক্কা।
মঙ্গলবার রাতে আইসিসি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তার বদলি পেসার রুবেল হোসেনকে দলে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। রুবেল অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই অবস্থান করছিলেন। এখন চূড়ান্ত দলে তার নাম যোগ হলো। রুবেল শেষবার এপ্রিলে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি খেলেছেন।
চলতি আসরের বাংলাদেশের খেলা চারটি ম্যাচের একাদশেই সাইফউদ্দিন ছিলেন। এই চার ম্যাচে ৫ উইকেট পেয়েছেন। এছাড়া পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ দিকে ৬ বলে অপরাজিত ১৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
মন্তব্য করুন