- খেলা
- নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড
নামিবিয়াকে ১১০ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড

আজ কী চমক দেখাবে নামিবিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে খেলছে স্কটল্যান্ড-নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম বার মুখোমুখি দুই দল। টসে জিতে শুরুতে স্কটিশদের ব্যাট করতে পাঠিয়েছেন নামিবিয়ার অধিনায়ক। আবু ধাবিতে আজ দুই পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
টস হেরে ব্যাট করতে নেমে ২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্কটিশরা। মানসি, ম্যাকলয়েড ও ব্যারিংটনের বিদায়ের চাপ সামলাতে না সামলাতেই দলীয় ১৮ রানে ক্রেগ ওয়ালেসকে হারায় স্কটল্যান্ড। এরপর দলের হাল ধরেন ম্যাথু ক্রস ও মিচেল লিস্ক। কিন্তু ম্যাথু ক্রসের(১৯) বিদায়ে ভাঙে ৩৯ রানের জুটি। এরপর গ্রিভসকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে লিস্ক।
দলীয় ৯৩ রানে বিদায় নেন মিচেল লিস্ক। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান এসেছে তার ব্যাট থেকেই। শেষ বলে গ্রিভস আউট হন ব্যক্তিগত ২৫ রানে। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ১০৯ রান।
স্কটল্যান্ডের গত ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে আজকের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না কাইল কোয়েটজার।
নামিবিয়া একাদশঃ
ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিঙ্গেন, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিজ উইজ, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, পিকি ইয়া ফ্রান্স, নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান ও বার্নাড স্কোল্টজ।
স্কটল্যান্ড একাদশঃ
জর্জ মানসি, ক্যালাম ম্যাকলয়েড, ম্যাথু ক্রস, রিটি ব্যারিংটন (অধিনায়ক), মিচেল লিস্ক, ক্রেগ ওয়ালেস, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, জস ডেভি, সেফান শারিফ, ব্র্যাড হোয়েল।
মন্তব্য করুন