এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু বাছাইপর্বে এসোসিয়েট দলগুলোর সাথেই সেই অর্থে লড়তে পারেনি তারা। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারার পর কোনমতে সুপার টুয়েলভে উঠলেও সেখানে টানা দুই হারে বড় ধাক্কা খেল বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে। ক্রিকেটারসহ কোচিং প্যানেল কেউ বাদ যাচ্ছেনা সমালোচনা থেকে। আর এসব সমালোচনার মধ্যেই নতুন করে আগুনে ঘি ঢাললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ভেরিফাইড ফেসবুক আইডিতে কয়েকজন ক্রিকেটারদের খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

সাকিবপত্নী লিখেছেন, 'আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে জিততে পারিনি; যখন আমাদের গতি তারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়! যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না!'

সাকিবপত্মী এই ফেসবুক স্ট্যাটাসে সমালোচকদের একহাত নিতে গিয়ে কাকে যে আলাদা করে খোঁচা দিলেন তা বোঝা মুশকিল। শিশিরের স্ট্যাটাস বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশের ওপেনিংয়ে ছিলেন তামিম-সৌম্য, অন্যদিকে গতিতারকা হিসেবে ছিলেন মাশরাফি-রুবেল-মোস্তাফিজরা। 

২০১৯ বিশ্বকাপেও ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশের ওপেনাররা, এই বিশ্বকাপেও কিছুই করতে পারেনি এখনকার ওপেনার লিটন-নাঈমরা। পেস বোলিং ইউনিটে মাশরাফি-মুস্তাফিজ-রুবেলরা সেবার ছিলেন ব্যর্থ, এবারও মোস্তাফিজ-শরিফুল-সাইফউদ্দিনরা ব্যর্থ।

সাকিবপত্নীর এই স্ট্যাটাসে ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে অনেকেই প্রশ্ন তুলেছে, দলের সেরা তারকার স্ত্রী হিসেবে এভাবে তাচ্ছিল্যের সুরে বাংলাদেশ ক্রিকেটারদের সমালোচনা করা কতটুকি যোক্তিক!