- খেলা
- অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে দুই দলের ম্যাচটি। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে পাথুম নিশানকার (৭) উইকেট হারায় শ্রীলঙ্কা। পাওয়ারপ্লে'তে শ্রীলঙ্কা তুলে ৫৩ রান। তিনে নেমে অজি বোলারদের তুলোধুনা করেন আসালাঙ্কা। ২৭ বলে ৩৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। দশম ওভারে পেরেরা ও আসালানকার ৪৪ বলে ৬৩ রানের জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা।
নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫৪ রান। জিততে হলে অস্ট্রেলিয়ার চাই ১৫৫ রান।
টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে আজিরা, টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে গ্রুপ সেরার লড়াইয়ে এগিয়ে আছে তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা।
এখন পর্যন্ত দুই দলের টি-টোয়েন্টিতে দেখা হয়েছে মোট ১৬ বার। যেখানে দুই দলই জিতেছে ৮টি করে ম্যাচ। যদিও সবশেষ চারটি ম্যাচই জিতেছে অ্যারন ফিঞ্চের দল, যার মধ্যে ২০১৯ সালে ৩-০ তে ঘরের মাঠে লঙ্কানদের হোয়াইটওয়াশের স্মৃতিও আছে।
মন্তব্য করুন