টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। টি-টোয়েন্টিতে ৩৫০ ম্যাচে ৩৯৮ উইকেট শিকার আছে সাকিবের।

আগামীকাল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঐ ম্যাচে ২ উইকেট নিতে পারলেই ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে চতুর্থ বোলার হিসেবে ৪০০ উইকেট শিকার করবেন সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মালিক ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ব্রাভোর ৫০৯ ম্যাচে ৫৫১টি, নারাইনের ৩৮৩ ম্যাচে ৪২৫টি এবং তাহিরের ৩৩৪ ম্যাচে ৪২০টি উইকেট রয়েছে।