- খেলা
- পয়েন্ট হারালো মেসিবিহীন পিএসজি
পয়েন্ট হারালো মেসিবিহীন পিএসজি

শেষ মুহূর্তের গোলে পিএসজির ড্র
লাইপজিগের বিপক্ষে এর আগের দেখায় জোড়া গোলে পিএসজিকে জিতিয়েছিলেন লিওনেল মেসি। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে ফিরতি দেখায় গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে আর্জেন্টাইন এই তারকা। এতে জার্মান ক্লাবটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মরিসিও পচেত্তিনো দল।
ম্যাচের ১০ মিনিটে লাইপজিগ ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি জার্মান ক্লাবটি। আন্দ্রে সিলভাকে ফাউল করেন পেরেইরা। স্পট কিক থেকে পেরেইরার শট গোলকিপার দোনারুম্মা ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে প্রতিপক্ষকে এগিয়ে যেতে দেননি।
২১ মিনিটে পিএসজি ঠিকই সমতায় ফেরে। এমবাপ্পের এসিস্টে বক্সের ভিতরে বা পায়ের জোরালো শটে উইনালডম সমর্থকদের মুখে হাসি ফোটান। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মারকুইনহোসের হেড পাস থেকে ডাচ মিডফিল্ডার উইনালডম পোস্টের কাছ থেকে হেডেই লক্ষ্যভেদ করেন।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে এনকুকুকে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে ডি বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে আসরে লাইপজিগকে প্রথম পয়েন্ট এনে দেন সোবোসলাই।
মন্তব্য করুন