- খেলা
- সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে রক্ষা পেল টাইগাররা
সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে রক্ষা পেল টাইগাররা

ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাও ঘটেছিল বিশ্বকাপে। ২০১৬ সালের আসরে সেবার মাত্র ৭০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। আর এবার অস্ট্রেলিয়ার সঙ্গে ৭৩ রানে অলআউট হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু কন্ডিশন বদল হওয়ার সঙ্গে বদলে গেছে বাংলাদেশের চেহারাও। বাজে ব্যাটিংয়ে আবারও লজ্জায় ডুবলো বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে।
মন্তব্য করুন