- খেলা
- সাবেক ফুটবলার আজমত আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা
সাবেক ফুটবলার আজমত আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আজমত আলীকে তার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি আজমত আলীর নিকট এই চেক হস্তান্তর করেছেন।
দুপুরে সচিবালয়ে আজমত আলীর কাছে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাবেক দুই ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আবদুল গাফফার ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি আসাদুজ্জামান বাদশা।
এ সময়ে কৃতি ফুটবলার আজমত আলী প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজমত আলী এক সময় মাঠ মাতিয়েছেন ওয়ান্ডারার্স, মোহামেডান, ব্রাদার্সের হয়ে। ১৯৮১ থেকে ৮৮ পর্যন্ত জাতীয় ফুটবল দলে খেলেছেন এবং অধিনায়কত্বও করেছেন তিনি।
মন্তব্য করুন