বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আজমত আলীকে তার চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি আজমত আলীর নিকট এই চেক হস্তান্তর করেছেন। 

দুপুরে সচিবালয়ে আজমত আলীর কাছে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাবেক দুই ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আবদুল গাফফার ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি আসাদুজ্জামান বাদশা।

এ সময়ে কৃতি ফুটবলার আজমত আলী প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজমত আলী এক সময় মাঠ মাতিয়েছেন ওয়ান্ডারার্স, মোহামেডান, ব্রাদার্সের হয়ে। ১৯৮১ থেকে ৮৮ পর্যন্ত জাতীয় ফুটবল দলে খেলেছেন এবং অধিনায়কত্বও করেছেন তিনি।