টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের দায়িত্ব নেবেন 'দ্য ওয়াল' খ্যাত রাহুল দ্রাবিড়। বুধবার তাকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে নিযুক্ত করা হয়। এবারের বিশ্বকাপের পরপরই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন কোহলি। তাই চারদিকে কানাঘুষা চলছে, কার নেতৃত্বে খেলবে ভারত।

দ্রাবিড় জানালেন তার পছন্দের কথা। ৪৮ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান জানান, তার প্রথম পছন্দ রোহিত শর্মা, এরপর লোকেশ রাহুলকে রাখছেন দ্বিতীয় পছন্দ হিসেবে।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে। এই দুটি আসর সামনে রেখে সেরা ব্যাটিং প্রস্তুতি নিতে চান কোহলি, তাই সময় বের করতেই কাঁধ থেকে নেতৃত্বের বোঝা নামানোর কথা বলেছেন।