আস্থার জায়গাটা নাগালে না থাকলেও সবাই সেখানেই যায়। লিওনেল মেসির বেলায় যেন তা-ই হলো। প্যারিসে এত এত ক্লিনিক থাকার পরও নিজের চেনা শহর মাদ্রিদেই গেলেন চোট সারাতে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এমনই খবর ছাপিয়েছে গত শুক্রবার।

পুরোনো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নতুন করে ভোগাচ্ছে মেসিকে। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ লাইপজিগের মাঠে যাওয়া হয়নি তার।

গতকালে লিগ ওয়ানের ম্যাচেও ছিলেন না। এই সুযোগে মাদ্রিদে উড়ে আসেন চোটের দেখভাল করতে। মূলত থেরাপি নেওয়ার উদ্দেশ্যেই নাকি মাদ্রিদের একটি ক্লিনিকে আসা তার।