টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে আজ আফগানিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। ম্যাচটি নিউজিল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালের মতো। এ ম্যাচের ওপর আবার চোখ আছে ভারতেরও। নিউজিল্যান্ড জিতে গেল নেট রানরেট দিয়ে কোনো কাজ হবে না। ব্যাগপত্র গুছিয়ে দেশে ফিরে যেতে হবে কোহলিদের। 

বাঁচা-মরার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান দল। ফলে সেরা চারে পাকিস্তানের সঙ্গী হতে হলে কিউইদের করতে হবে ১২৫ রান। 

টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি আফগান টপঅর্ডাররা। দলীয় ৮ রানে শাহজাদকে ফেরান মিলানে। পরের ওভারে বোল্ট এসেই ফেরান জাজাইকে(২)। দলীয় ১৯ রানে গুরবাজের(৬) স্ট্যাম্প উড়িয়ে দেন বোল্ট। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানরা তুলেছে মাত্র ২৩ রান।

দশম ওভারে ইশ সোধির বলে বোল্ড হন গুলবাদিন নায়েব। ১ বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৬তম ওভারে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাজিবুল্লাহ জাদরান।

দলীয় ১১৫ রানে সাউদির বলে ফেরেন আফগান অধিনায়ক নবী। ২০ বলে ১৪ রান করেন তিনি। ১৯তম ওভারে দ্বিতীয় বলে নাজিবুল্লাহ জাদরানকে থামান নিশাম। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৩ রান করেন জাদরান। স্কোরকার্ডে ২ রান যোগ হতেই সোধির হাতে ধরা পড়েন করিম জানাত। ২ বলে ২ রান করে মাঠ ছাড়েন করিম। ইনিংসের শেষ বলে রশীদ খানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নেন জেমি নিশাম।

নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট নিয়েছেন দুটি উইকেট। জোড়া উইকেট শিকার করেছেন টিম সাউদি। একটি করে উইকেট নেন অ্যাডাম মিলানে, ইশ সোধি ও জিমি নিশাম।

আফগানিস্তান একাদশ

হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।