- খেলা
- যে কারণে আফগানিস্তানের জয় চাইছে ভারত
যে কারণে আফগানিস্তানের জয় চাইছে ভারত

আজ নিউজিল্যান্ড জিতলেই বাদ ভারত
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের এক সাংবাদিক রবীন্দ্র জাদেজার কাছে জানতে চান, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে গেলে কী করবেন? জাদেজার ঝটপট উত্তর- 'ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব।' ব্যপারটা হাস্যকর মনে হলেও ভারতের কাছে এখন এটাই সত্যি। কারণ আজ নিউজিল্যান্ড জিতে গেলে সুপার টুয়েলভ থেকেই বাদ হয়ে যাবে ভারত। তাই ভারতের শতকোটি মানুষকে এখন প্রার্থনা করতে হচ্ছে আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডের হার।
সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গ্রুপের একমাত্র অপরাজিত দল তারা। টানা চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান। নিউজিল্যান্ড চার ম্যাচ খেলে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে হারায় চার ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ভারত। আফগানিস্তান ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে রান রেট বাড়িয়ে নিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডের রান রেট ১.২৭৭। ভারতের ১.৬১৯। আগামীকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোহলিরা জানতে পারবেন তাদের করণীয় কী? সেটা অবশ্য আজকের ম্যাচের পর বোঝা যাবে।
আজ নিউজিল্যান্ড জিতে গেলে ভারতের রান রেটের কোনো মূল্য থাকবে না। ২০০৯ সালের মতো সেমিফাইনাল না খেলেই বিদায় নিতে হবে দলটিকে। যদিও টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারা ভারতের জন্য নতুন নয়। ২০০৭ সালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলেও পরের (২০০৯, ২০১০ এবং ২০১২) তিন আসরে সেরা চারে যেতে পারেননি মহেন্দ্র সিং ধোনিরা। এবার নিউজিল্যান্ড জিতে গেলে টুর্নামেন্টের দ্বিতীয় ধাপ থেকেই বিদায় নিতে হবে ভারতকে।
ভারতীয় খেলোয়াড় ও সমর্থকদের একটাই চাওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয়। তাহলেই সেমিফাইনাল খেলতে বাকি কাজটুকু তাদের জন্য অতোটা জটিল হবে না।
তবে যাই হোক না কেন, সহজ সমীকরণ রয়েছে নিউজিল্যান্ডের কাছে। জিতলেই সেমির টিকিট নিশ্চিত। তাই জয় ছাড়া কিছুই ভাবছে না নিউজিল্যান্ড।
মন্তব্য করুন