সেমিফাইনালের দৌড়ে আবুধাবি শেষ জায়েদ স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১২৪ রানে অলআউট হয়ে গেছে আফগানরা। সেমিফাইনাল নিশ্চিত করতে কিউইদের দরকার ১২৫ রান।

নিউজিল্যান্ড যখন আফগানদের দেওয়া টার্গেটে ব্যস্ত তখনই আসলো কঠিন এক দুঃসংবাদ। এই ম্যাচের পিচ কিউরেটর মোহন সিংয়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার বয়স হয়েছিল ৪০ বছর। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তিনি শেখ জায়েদ স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভারত-আফগানিস্তান ম্যাচের পিচও তৈরি করেছিলেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মোহনকে তার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, মোহন আত্মহত্যা করে থাকতে পারেন।

এদিকে স্থানীয় পুলিশ মোহনের মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে। বিশ্বকাপের মাঝপথে বিশ্বকাপ ভেন্যুর কিউরেটরের এমন অস্বাভাবিক মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে।