বিশ্বকাপের মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত এক মাইলফলক ছুঁলেন রশিদ খান। নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিলের উইকেট নেওয়ার সুবাদে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেট ক্লাবের সদস্য হলেন আফগান স্পিনার।

বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ। তার আগে এই মাইলফলক ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ডোয়েন ব্র্যাভো ও সুনীল নারিন। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০-র বেশি উইকেট রয়েছে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের।

রশিদ খান ক্যারিয়ারের ২৮৯ নম্বর ম্যাচে ৪০০ উইকেটের দেখা পেলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি ৪ নম্বরে রয়েছেন। ব্র্যাভোর দখলে রয়েছেন সবথেকে বেশি ৫৫৩টি উইকেট। নারিন নিয়েছেন ৪২৫টি উইকেট। তাহিরের ঝুলিতে রয়েছে ৪২০টি শিকার।

এই তালিকায় রশিদের ঠিক পেছনেই রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৩৫১টি ম্যাচে ৩৯৮টি উইকেট নিয়েছেন।