টানা চার জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পাকিস্তানের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। তবে সেমির লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতিটাও সেরে নেওয়ার সুযোগ পাচ্ছে। টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৯ রান। জিততে চাই স্কটল্যান্ডের ১৯০ রান।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি পাক দুই ওপেনার। ১৯ বল খেলে ১৫ রান তুলেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে মাত্র ৮ রান করতে পারেন ফখর জামান। এ সময় দলকে চাপমুক্ত করেন বাবর।
তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন। মাত্র ১৯ বল খেলে ৩১ রান তুলে ফেরেন হাফিজ। এদিকে দলীয় অধিনায়ক তুলে নেন চলতি বিশ্বকাপের চতুর্থ ফিফটি। ব্যক্তিগত ৬৬ রানে গ্রিভসের শিকার হয়ে সাজঘরে ফেরেন বাবর। ৩ ছক্কা ও পাঁচ চারে সাজানো তার এই ইনিংস। এরপর আসিফ আলীকে নিয়ে শেষপর্যন্ত দলকে বড় স্কোরের পথে নিয়ে যান শোয়েব মালিক।
টানা চার হারে স্কটল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে পাকিস্তানকে হারিয়ে একটা জয় নিয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামবে স্কটিশরা। তবে পাকিস্তানের জন্য সমীকরণ একটাই। এরইমধ্যে তারা আগের সব ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে থেকে সেমিতে উঠেছে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে যেতে চাইবে পাকিস্তান।
দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যাওয়ায় সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়ে গেছে। আফগানদের পাশাপাশি সেমিতে উঠার আগেই বিদায় নিয়েছে ফেবারিট ভারত। ফলে সেমির চার দল এখন- পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।  
স্কটল্যান্ড একাদশ
জর্জ মানসি, হামজা তাহির, রিচি বেরিংটন, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), ডিলান বাজ, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।