- খেলা
- বাগদান সারলেন রেসলিংয়ের সঞ্চালক ম্যাকেঞ্জি
বাগদান সারলেন রেসলিংয়ের সঞ্চালক ম্যাকেঞ্জি

ভিক জোসেফ- ম্যাকেঞ্জি মিচেল
ভিক জোসেফের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন রেসলিংয়ের সঞ্চালক ম্যাকেঞ্জি মিচেল। দীর্ঘদিন ধরেই দুজন চুটিয়ে প্রেম করছিলেন। এবার ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে তা প্রকাশ করে দিলেন মিচেল। ম্যাকেঞ্জির মত ভিক জোসেফও রেসলিংয়ে সঞ্চালনা করেন।
ক্যালিফোর্নিয়া থেকে সাংবাদিকতায় ডিগ্রি নিয়েছেন ম্যাকেঞ্জি। রেসলিংয়ে সঞ্চালনা শুরু করার আগে একজন পেশাদার মডেল ছিলেন তিনি।
ডব্লিউডব্লিউইতে সঞ্চালনা করার আগে ইম্প্যাক্ট রেসলিংয়েও সঞ্চালক হিসেবে ছিলেন ম্যাকেঞ্জি। এখন তাকে প্রায়ই রেসলিং তারকাদের সাক্ষাতকার নিতে দেখা যায়।
নতুন জুটির প্রতি শুভকামনা জনিয়েছে ডব্লিউডব্লিউই। ওয়েবসাইটে শুভকামনা জানিয়ে তারা লিখেছে, ম্যাকেঞ্জি মিচেল ও ভিক জোসেফের বাগদান সম্পন্ন হয়েছে। অভিনন্দন নতুন জুটিকে।
মন্তব্য করুন