- খেলা
- জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে দিল টাইগ্রেসরা
জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে দিল টাইগ্রেসরা

জিম্বাবুয়েতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি-টুইটার
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফ্রিকার দেশটিকে মাত্র ৪৮ রানে অলআউট করেছে জাহানারা-সালামারা। বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে টস জেতার পর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
জিম্বাবুয়ের পক্ষে প্রেসিয়াস মারাঙ্গের ২৯ বলে ১৭ রান ছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেনি। বাংলাদেশের পক্ষে ৬ ওভারে ১৮ রান খরচায় তিনটি উইকেট তুলেছেন জাহানারা আলম। ৭ ওভার বল করে ৬ রান দিয়ে সালমা খাতুন তুলেছেন তিনটি উইকেট। তার মধ্যে চারটি ওভারই ছিল মেডেন।
৫ ওভার ২ বলে তিন মেডেনে ২ রান খরচায় তিনটি উইকেট নেন নাহিদা আখতার। এছাড়া ৪ ওভারে ১ মেডেনে ১৩ রান খরচায় এক উইকেট নেন ঋতু মনি।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত শুক্রবারে রওনা হয়ে গতকাল আফ্রিকার এ দেশটিতে পৌঁছান নিগার সুলতানা-জাহানারা আলমরা।
করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে ম্যাচ খেলার সুযোগ পায় না বাংলাদেশ নারী দল। তারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত বছর মার্চে টি২০ বিশ্বকাপে। ওয়ানডে খেলেছিল তো আরও আগে, ২০১৯ সালের নভেম্বরে পাকিস্তান সফরে। এই অনভ্যস্ততা কাটাতেই জিম্বাবুয়ের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ।
১০ দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপ বাছাই পর্বে 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 'এ' গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস। ২১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্র, ২৫ নভেম্বর থাইল্যান্ড ও ২৯ নভেম্বর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই গ্রুপ থেকে সেরা তিন দল সুযোগ পাবে সুপার সিক্সে। এখান থেকে সেরা তিন দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। ২০২২ সালে নিউজিল্যান্ডে হতে যাওয়া এই টুর্নামেন্টে এরই মধ্যে স্বাগতিকদের সঙ্গে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য করুন