সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের হয়ে বল করার সময় আশরাফুলের বোলিং অ্যাকশনে সন্দেহ হয়।

বিকেএসপিতে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করেছিলেন আশরাফুল। ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ম্যাচটি চট্টগ্রাম ইনিংস ও ৭৩ রানে জিতেছে।

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের ম্যাচে আশরাফুলের একটি বল নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। ফলে তার বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা নিরীক্ষার চালানো হবে। সেই পরীক্ষাতে কেবল উতরাতে পারলেই আবারও বোলিংয়ে ফিরতে পারবেন আশরাফুল।

কিন্তু যদি তার বোলিং অ্যাকশন ত্রুটি যুক্ত হয়, তাহলে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হবেন তিনি। তবে সেক্ষেত্রে ৬ মাসের মধ্যে বোলিং অ্যাকশন শুধরে আপিল করার সুযোগ থাকবে মোহাম্মদ আশরাফুলের সামনে।