- খেলা
- জিম্বাবুয়েকে উড়িয়ে টাইগ্রেসদের শুভসূচনা
জিম্বাবুয়েকে উড়িয়ে টাইগ্রেসদের শুভসূচনা

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে নিগারের বাংলাদেশ
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৩৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় নিগার সুলতানার দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পক্ষে প্রেসিয়াস মারাঙ্গের ২৯ বলে ১৭ রান ছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেনি। বাংলাদেশের পক্ষে ৬ ওভারে ১৮ রান খরচায় তিনটি উইকেট তুলেছেন জাহানারা আলম। ৭ ওভার বল করে ৬ রান দিয়ে সালমা খাতুন তুলেছেন তিনটি উইকেট। তার মধ্যে চারটি ওভারই ছিল মেডেন।
৫ ওভার ২ বলে তিন মেডেনে ২ রান খরচায় তিনটি উইকেট নেন নাহিদা আখতার। এছাড়া ৪ ওভারে ১ মেডেনে ১৩ রান খরচায় এক উইকেট নেন ঋতু মনি।
জবাবে দলীয় ২১ রানেই ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আখতার। এরপর তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রুমানা আহমেদ। অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েন তারা। রুমানা ১৬ ও ফারজানা ১১ রানে অপরাজিত থাকেন।
মন্তব্য করুন