শুরু হয়ে গেল ফাইনালে ওঠার লড়াই। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান এসেছে মঈন আলীর ব্যাট থেকে। ফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের লক্ষ্য ১৬৭ রান।

প্রথম সেমিফাইনালে টস হেরে ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন বেয়ারস্টো ও বাটলার। দুজনের ব্যাটে উড়ন্ত সূচনা আসলেও ষষ্ট ওভারে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অ্যাডাম মিলনের বলে কেন উইলিয়ামসনের তালুবন্দী হন জনি বেয়ারস্টো। ২ বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৩ রান করেন তিনি। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলে ইংল্যান্ড।

দলীয় ৫৩ রানে কিউই স্পিনার ইশ সোধির ঘুর্ণিতে পরাস্ত হন চলমান বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান জশ বাটলার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪ বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন বাটলার।

ষোলতম ওভারে ডেভিন মালানকে থামান টিম সাউদি। কনওয়ের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরার আগে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩০ বলে ৪১ রান করেন মালান। 

ষোলতম ওভারে ডেভিন মালানকে থামান টিম সাউদি। কনওয়ের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরার আগে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩০ বলে ৪১ রান করেন মালান। শেষ ওভারে জিমি নিশামের বলে স্যান্টনারের হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ১ চার ও ১ ছক্কার সাহায্যে ১০ বলে ১৭ রান করেন লিয়াম। ৩ট চার ও ২ ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মঈন আলী। নিশামের বলে চার মেরে অর্ধশতরানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ব্রিটিশ অলরাউন্ডার।

নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৬ রান।

সুপার টুয়েলভে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, উভয় দলই নিজেজের ৫ ম্যাচের চারটিতে জিতেছে। হেরেছে একটি করে ম্যাচ। এই অবস্থায় শেষ চারের লড়াইয়ে একে অপরকে টেক্কা দিতে মরিয়া দু'দল। ২০১৬ বিশ্বকাপের সেমিফাইনালে এই ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল নিউজিল্যান্ডকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের হয়ে থাকছেন না দলটির অন্যতম ওপেনার জেসন রয়। তার জায়গায় আবারও সুযোগ পেলেন স্যাম বিলিংস। এদিকে অপরিবর্তিত দল নিয়ে খেলছেন কিউইরা।

ইংল্যান্ড একাদশ: 

ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস উকস, ক্রিস জর্দান, আদিল রশিদ ও মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: 

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সৌধি ও ট্রেন্ট বোল্ট।