কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ইংল্যান্ড। দুর্বল সান মারিনোর বিপক্ষে ড্র করলেই কাজ হয়ে যেত। কিন্তু হ্যারি কেনরা জিতলেন ১০ গোলে। খেলার স্কোরলাইন হল অবিশ্বাস্য ১০-০। হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। ১৯৬৪ সালের পর এই প্রথম প্রতিপক্ষের জালে রেকর্ড দুই অংকের গোল দিলো তারা।

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের লড়াইয়ে সান মারিনোর মুখোমুখি হয় ইউরো রানার্স-আপরা। এতে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। যার মধ্যে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।

এর মধ্য দিয়ে ইংল্যান্ডের ইতিহাসে শীর্ষ গোলদাতার তালিকায় কিংবদ্বন্তী গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে তিনে উঠে এলেন বর্তমান ইংলিশ অধিনায়ক। এই মুহূর্তে দু'জনেরই গোল সংখ্যা ৪৮টি। একই সঙ্গে এক ক্যালেন্ডার ইয়ারে দুটি হ্যাটট্রিকসহ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৩ গোলের নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন।

দলের হয়ে বাকি ছয়টি গোল করেছেন মাগুইরে, ফাবরি, স্মিথ রো, মিংস, আব্রাহাম ও সাকা।