জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) ইরান নারী ফুটবল দলের গোলকিপারের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলেছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে চিঠির মাধ্যমে করা ওই অভিযোগে ইরানের গোলকিপার জোহরে কুদাইয়ি ছেলে না মেয়ে তা জানতে চেয়ে প্রশ্ন তুলে জর্ডান। যদিও জর্ডানের এই অভিযোগ ইরান উড়িয়ে দিয়েছে। 

৫ নভেম্বর এএফসিকে ওই চিঠি দেয় জেএফএ। চিঠিতে ইরান নারী দল নিয়ে অতীতেও লিঙ্গ ও ডোপ বিতর্ক হয়েছে জানিয়ে কুদাইয়ির খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই ব্যাপারে এএফসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়। 

গত ২৫ সেপ্টেম্বর নারীদের ২০২২ এশিয়ান কাপ বাছাইপর্বে জর্ডানের মুখোমুখি হয় ইরান। ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে পারেনি। টাইব্রেকারে গড়ানো ওই ম্যাচে ৪-২ গোলে জয় পায় ইরান। আর ওই জয়ের মধ্য দিয়ে ইরান প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠে। জর্ডানের সন্দেহ তৈরি হয় সেখানেই। কারণ জর্ডানের খেলোয়াড়দের নেওয়া টাইব্রেকারের দুটি শট রুখে দেন ইরানের কুদাইয়ি।

গত রোববার জেএফএ-এর সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন একটি চিঠি টুইট করেন। চিঠিতে কুদাইয়ির লিঙ্গ পরীক্ষার অনুরোধ জানান তিনি। পাশাপাশি এএফসিকে সজাগ হওয়ারও আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যম জানিয়েছে, জেএফএ মনে করছে কুদাইয়ি পুরুষ হয়ে নারীর ছদ্মবেশে খেলেছেন।

আর ইরান নারী দলের নির্বাচক মরিয়ম ইরানদুশত অভিযোগটি উড়িয়ে দিয়ে বলেছেন, জাতীয় দলের সব খেলোয়াড়কে খুব ভালোভাবে পরীক্ষা করেছে মেডিকেল দল। এমনকি খেলোয়াড়দের হরমোনও পরীক্ষা করা হয়েছে। এই বিষয়ে এএফসি কাগজপত্র চাইলে দ্রুত সময়ের মধ্যে তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।