- খেলা
- বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড, কপাল খুললো স্কটল্যান্ডের
বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড, কপাল খুললো স্কটল্যান্ডের

অত্যধিক কোয়েরান্টাইন ইস্যুতে বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড
আগামী বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে চলা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো নিউজিল্যান্ড। কোয়ারেন্টাইন সংক্রান্ত কড়া বিধিনিষেধের কারণেই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না কিউইরা। তাদের জায়গায় সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড।
করোনা ভাইরাসের কারণে ক্রীড়া জগতের বিশ্বব্যাপী ট্যুরে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্রিকেটের ক্ষেত্রেও তাই। আসন্ন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দলগুলিকে কোয়ারেন্টাইন বিধি পালন করতে হবে।
কিউই ক্রিকেট বোর্ডের ধারণা, জুনিয়ররা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করলে তাদের অত্যাধিক সময় কোয়ারেন্টিনে কাটাতে হবে, যা স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সেই কথা মাথায় রেখেই বিশ্বকাপ নিউজিল্যান্ড অংশ নেবে না বলে ঠিক করেছে।
এতে কপাল খুলেছে স্কটল্যান্ডের। বাছাইপর্ব পেরোতে না পারলেও তাদের অনূর্ধ্ব-১৯ দল সুযোগ পেয়ে গেল ২০২২ সালের বিশ্বকাপে।
আগামী ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ২০২২ সালের যুব বিশ্বকাপ। ১৪তম আসরে চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল। আর এবার ১৬তম দল হিসেবে যোগ দিচ্ছে স্কটল্যান্ড।
স্কটল্যান্ড ছাড়াও এই বিশ্বকাপ দিয়ে বিশ্ব আসরে অভিষেক হতে চলেছে উগান্ডার। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা এন্ড বারবুদা, গায়ানা, সেইন্ট কিটস এন্ড নেভিস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর ১০ মাঠে হবে বিশ্বকাপের সব খেলা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ-
গ্রুপ এ: বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা
গ্রুপ সি: আফগানিস্তান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে
গ্রুপ ডি: অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ
মন্তব্য করুন