বিশ্বকাপ ব্যর্থতার পর ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকার রায়ান কুকের সাথে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই তালিকায় যোগ হলেন আরেক দক্ষিণ আফ্রিকান। বিসিবির সাথে আর চুক্তি নবায়ন করছেন না বাংলাদেশ জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জুলিয়ান। সেখানে বাংলাদেশে দায়িত্বে থাকা নিয়ে বেশ আবেগী বার্তাই দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। বলেছেন জৈব সুরক্ষা বলয়ে থেকে হাঁপিয়ে ওঠার কথা। নিজের প্রিয় মুহূর্তগুলোর কথাও শুনিয়েছেন জুলিয়ান।

তিনি বলেছেন, 'আমার ইনিংসটি সমাপ্ত হলো (এখনকার জন্য)। বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আমি আর সেটা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই মহামারী চলাকালীন আন্তর্জাতিক ভ্রমণকারী ক্রিকেট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়া, আমাদের দলের সঙ্গী এবং খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ জৈব সুরক্ষা বলয়ের জীবন। কোয়ারেন্টাইন ও ভ্রমণের চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া অবশ্যই একটি চ্যালেঞ্জ ছিল।'

২০১৯ সালের আগস্টে প্রাথমিকভাবে দুই বছরের জন্য টাইগারদের ফিজিও হিসিবে বিসিবিতে যোগ দেন ইতালিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতো। যা চলতি নভেম্বরে শেষ হয়েছে।