- খেলা
- তামিমকে ছাড়িয়ে সবার ওপরে মুশফিক
তামিমকে ছাড়িয়ে সবার ওপরে মুশফিক

মুশফিকুর রহিম
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এটি তার টেস্টে ২৪তম হাফসেঞ্চুরি। এর আগেই তামিমকে টপকে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক।
তামিম ৩৭ ম্যাচ খেলে ২৬২০ রান করেছেন। মুশফিক ৪৪ ম্যাচ খেলে তা পার করে আরো বাড়িয়ে নিচ্ছেন। টেস্টে টাইগারদের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন সাকিব আল হাসান। ৩৮ ম্যাচ খেলে তিনি করেছেন ২৫৪৫ রান।
চট্টগ্রাম টেস্টে মুশফিকের আগে হাফসেঞ্চুরি করেন লিটন দাস। মাত্র ৪৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি তুলে নেন লিটন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লিটন ১৩৬ বল খেলে ৬২ রানে অপরাজিত আছেন। অপরদিকে মুশফিক ১২২ বল খেলে ৫৫ রানে অপরাজিত। ৫৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭১ রান।
মন্তব্য করুন