- খেলা
- মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ডেসকোর ব্যাডমিন্টন প্রতিযোগিতা
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ডেসকোর ব্যাডমিন্টন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৫টায় নিকুঞ্জস্থ ডেসকোর প্রশিক্ষণ ভবন সংলগ্ন নিকুঞ্জ মালিক সমিতির মাঠে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড কর্তৃক অভ্যন্তরীণ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়াই মূলত মুজিব জন্মশতবর্ষ পালনের উদ্দেশ্য। যদি বাংলাদেশ স্বাধীন না হতো আমরা কোথায় থাকতাম। আজ পাকিস্তানিরা আমাদের দেখে ঈর্ষা করে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী। তিনি বলেন, 'বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী যেভাবে পালন করতে চেয়েছিলাম কোভিড মহামারির জন্য সেভাবে পালন করতে পারিনি। আরো কিছু অনুষ্ঠানাদির মধ্য দিয়ে আমরা মুজিব বর্ষের ইতি টানবো।'
অনুষ্ঠানে ডেসকোর সকল বিভাগের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন